ফ্রান্সে বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটির ঈদ পূণর্মিলনী
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৫, ৮:১৫:৩৫ অপরাহ্ন
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফ্রান্সে বসবাসরত সিলেটের বিয়ানীবাজার উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত ‘বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যাগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্যারিসের একটি পার্কে রোববার (১৫ জুন) ঈদ পূর্ণমিলনী, খেলাধূলা , আড্ডা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটি ২০১১ সাল থেকে ফ্রান্সে বসবাসকারী বিয়ানীবাজার উপজেলায় বাসিন্দাদের নিয়ে কাজ করছে। সামাজিক সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য আব্দুল্লাহ আল হাসানের সভাপতিত্বে এবং আকমল হোসেন ছাদেকের পরিচালনা অনুষ্ঠানে নিজেদের ঈদ অনূভুতি ও সংগঠটি এগিয়ে নেয়ার ব্যাপারে নানা পরামর্শমূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন-সাইদুর রহমান সাজু, অনুক্ত কামরুল, হারুনূর রশীদ, জাকারিয়া আহমদ, আবুল আজাদ, আব্দুল হাফিজ, তাইসির মাহবুব রাজন, আশরাফুল ইসলাম, আব্দুল খালিক, সাদেক আহমদ, আব্দুল খালিক মুক্তা, সাপলু আহমদ, ময়না মিয়া, মুহিবুর রহমান পলাশ, আতিকুর রহমান, আবু তাহের রাজু, নাসির উদ্দীন, আজহারুল ইসলা, শাব্বির আহমদ, মুরশেদ মঞ্জু, জাকির হোসেন, আমিনুর রহমান, জাকারিয়া হোসেন রুবেল, অলিউর রহমান ও নাজিম উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি