দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের সোমবারের ফলাফল
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৫, ৯:৫২:৫৫ অপরাহ্ন
সিলেট জেলা স্টেডিয়ামে চলমান দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ এর সোমবারের খেলায় হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব ২-০ গোলে শহীদ বাছির অগ্রগামী ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়। উক্ত ম্যাচে প্লেয়ার অব দ্যা ম্যাচ মনোনীত হন হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব এর গোলরক্ষক তথা ১ নং জার্সিধারী খেলোয়াড় ওয়াহিদুর রহমান।
প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য ওয়াহিদুর রহমান এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় বিপ্লু আহমদ।
মঙ্গলবারের খেলা: মোহাম্মদ মকন হাই স্কুল, সিলেট বনাম দি এইডেড হাই স্কুল, সিলেট। (বেলা ০৩.৩০ টা, সিলেট জেলা স্টেডিয়াম)। বিজ্ঞপ্তি