দোয়ারায় শিবিরের কর্মীসমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৫, ৭:৫৮:২৬ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দোয়ারাবাজার উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় দোয়ারাবাজার উপজেলা সদরে একটি কমিউনিটি সেন্টারে কর্মী সমাবেশে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক সুলতান আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস, ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সাবেক সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
ছাত্রশিবির দোয়ারাবাজার উপজেলা সভাপতি মো: আজিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মিরাজুল হক শাহিনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের সাবেক সেক্রেটারি জসিম উদ্দিন, সাবেক সুনামগঞ্জ জেলা অফিস সম্পাদক জুবায়ের আহমদ, জামাল উদ্দিন ফারভেজ, সাবেক দোয়ারা উত্তর সাথী শাখার সভাপতি মনিরুজ্জামান।
উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মাহবুবুর রহমান রুকন, কুলাউড়া মাদ্রাসা শাখার সভাপতি হাফেজ বিল্লাল হোসাইন, উপজেলা উত্তর সাথী শাখার সাবেক সভাপতি আব্দুর রাশিদ, মোজাহিদুল ইসলাম, সেক্রেটারি সালমান আহমদ, আব্দুল্লাহ আল মারুফ, সাংগঠনিক সম্পাদক আবেদ আহমদ, খন্দকার মারুফ প্রমুখ। সমাবেশে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন।