ছাতকে ব্রিজ ভেঙ্গে পড়ায় দুর্ভোগে এলাকাবাসী
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৫, ৬:৪০:৫০ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা :
ছাতকে নোয়ারাই ভায়া জোড়াপানি-নরসিংপুর সড়কের নোয়ারাই ইউনিয়নের মৌলা গ্রামের কাছে মৌলা খালের ব্রিজটি ভেঙ্গে পড়েছে। গত ১০ জুন রাতে এ ব্রীজের একটি অংশ আকষ্মিকভাবে ভেঙ্গে পড়ে ছাতকের সাথে নোয়ারাই ও ইসলামপুর ইউনিয়নের একটি অংশ এবং দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নসহ কোম্পানীগঞ্জ উপজেলার ক’টি গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গত ৯ দিন ধরে ব্রিজ ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দুটি উপজেলার হাজার হাজার মানুষ চরম বিপাকে পড়েছেন। যাতায়াতের বিকল্প না থাকায় সাধারণ মানুষদের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। দোয়ারাবাজার ও কোম্পানীগঞ্জ উপজেলার ব্যবসায়ীক অঞ্চল বালু-পাথর মহাল এলাকায় যেতে ওই সড়ক দিয়েই যেতে হয়। ব্রিজটি ভাঙার কারণে ব্যবসায়ীরাও চরমভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
জনগুরুত্বপূর্ণ সড়কের মৌলা এলাকায় ভেঙ্গে পড়া এ ব্রিজটি অতি দ্রুত সংস্কার করে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য বিভিন্ন গ্রামের বাসিন্দা, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন কর্তৃপক্ষ বরাবরে।
নোয়ারাই ইউনিয়নের বাসিন্দা সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ও ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. কয়েছ আহমেদ জানান, তাদের বাড়ি ব্রীজের ওই পাড়ে থাকায় তারা শহরে ব্যবসায়ীক কাজ শেষ করে রাতে বাড়ি ফিরতে পারছেন না। ৮-৯ দিন ধরে ছাতক শহরেই তাদের অবস্থান করতে হয়েছে বলে তারা জানিয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন জানান, এ ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন ৩ উপজেলার কয়েকটি ইউনিয়নের হাজার-হাজার মানুষ। এখানে নতুন একটি ব্রিজ দ্রুত নির্মাণ প্রয়োজন এবং সাময়িকভাবে কর্তৃপক্ষকে সড়ক যোগাযোগ স্থাপনের দাবি জানান।
ছাতক উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, ব্রিজটি ধ্বসে পড়ায় উপজেলা সদরের সাথে একটি অঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাময়িকভাবে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।