সুবিধাভোগী নয়, ত্যাগী নুরুলই প্রাপ্য ধানের শীষের মনোনয়ন : সুনামগঞ্জে বিএনপির কর্মীসভায় বক্তারা
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৫, ৪:০৩:৪৬ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জে বিএনপির সভায় বক্তারা বলেন, গত জুলাই আন্দোলনে পুলিশ আমাদের উপর গুলি চালায়। টিয়ারশেল নিক্ষেপ করে। বাসায় বাসায় তল্লাশি করেছে। মামলার হুলিয়া নিয়ে রাজপথে আন্দোলন, সংগ্রাম করেছি। এ সময় কেউ ঢাকায় ছিলেন, কেউ সুশীল সেজেছেন। এখন তারা বসন্তের কুকিল হয়ে বিপ্লবি সাজতে চান এবং ধানের শীষের মনোনয়ন চান। অথচ গত ১৬ বছর জেলা বিএনপির কান্ডারী এডভোকেট নুরুল ইসলাম নুরুল রাজপথ থেকে আন্দোলন করেছেন। তার সঠিক নেতৃত্বে জেলার মানুষ ছিল ঐক্যবদ্ধ। সেদিন সুবিধাভোগীরা দেখা মিলেনি। আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৪ আসনে দুর্দিনের পরীক্ষিত নেতা নুরুল ইসলাম নুরুল ধানের শীষের মনোনয়ন প্রাপ্য। এ আসনে সুবিধাভোগী কেউ মনোনয়ন পেলে জেলাবাসী মেনে নেবেনা।
সুনামগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মীসভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। শুক্রবার (২০) জুন রাত ৮ টায় শহরের জান্নাহ কমিউনিটি সেন্টারে উক্ত সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদের সভাপতিত্বে ও পৌর বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, এডভোকেট শেরে নুর আলী, নজরুল ইসলাম, রেজাউল হক, আবুল কালাম, আতম মিসবাহ, জাসাস জেলা কমিটির সদস্য সচিব মনোজ্জির হোসেন সুজন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফিজা ফেরদৌস লিপন, জেলা যুবদলের সহ-সভাপতি সুহেল আহমেদ, বিএনপি নেতা সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু ও জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক হারুন রশীদ। এতে কোরআন তেলাওয়াত করেন জেলা যুবদলের সহ সভাপতি আমানুল হক রাসেল।