সুনামগঞ্জ জেলা সদরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে প্রচার সভা
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৫, ৬:২৮:২৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে স্থাপনের দাবিতে তৃণমূলে প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১) জুন দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়ন আন্দোলনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
আন্দোলনের সভাপতি ও জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শামস উদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোনাজ্জির হোসেন সুজন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট শেরে নুর আলী, আকবর আলী, এনসিপির কেন্দ্রীয় নেতা অনিক রায়, এডভোকেট রুহুল তুহিন, এডভোকেট এনাম আহমেদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে এডভোকেট শামস উদ্দিন বলেন, জেলা সদরকে মাইনাস করে শান্তিগঞ্জে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মান এটি ষড়যন্ত্রের আংশ। এখনও জমি অধিগ্রহণ হয়নি। এখনও সময় আছে একপেশে সিদ্ধান্ত থেকে সরে এসে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যম্পাস সদরে নির্মাণ করা হোক। এটি মানা না হলে তৃণমুল পর্যায়ে আন্দোলন গড়ে তুলা হবে।
সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম বলেন, শান্তিগঞ্জের পাশে টেক্সটাইল, মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে। এবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস একটি মহলের ষড়যন্ত্রে শান্তিগঞ্জে স্থাপন করতে চায়। এটি কাম্য নয়।
এনসিপির কেন্দ্রীয় নেতা অনিক রায় বলেন, সুনামগঞ্জে হাওর দখল করে বিশ্ববিদ্যালয় স্থাপন করার পরিকল্পনা পরিবেশ বিধ্বংসী। সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে। সুনামগঞ্জে এবার বিশ্ববিদ্যালয় হাওরে করা হলো মানবেনা জেলার বাসিন্দারা। আমরা এ বিষয়ে শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলব। আশা করি আমাদের প্রাণের দাবি জেলা সদরে বিশ্ববিদ্যালয় স্থাপন হবে।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট শেরে নুর আলী বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রী একটি উপজেলাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বিশ্ববিদ্যালয়কেও নিজ উপজেলায় নিয়ে গেছেন। সেখানে অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস চলছে। ফ্যাসিবাদী সময়ের পরিকল্পনা কোনভাবেই মেনে নেয়া যায়না। আমরা দাবি করছি দ্রুত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে করা হোক।