ছাতকে সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশত
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৫, ৯:৩২:১৪ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ অর্ধশত আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার দুপুরে থানায় পুলিশ এসল্ট মামলা রুজু করা হয়েছে।
মামলায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক জাতুয়া এলাকা থেকে ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। আটকের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের মৃত আছমত আলীর ছেলে লায়েক মিয়া, একই গ্রামের শামছুল হকের ছেলে গোলাম কিবরিয়া ও গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দিগলী রামপুর গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে আপ্তাব উদ্দিন। পুলিশ এসল্ট মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, জাতুয়া গ্রামের জামে মসজিদের মুতাওয়াল্লিসহ পঞ্চায়েতের মসজিদ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে গত শনিবার দুপুরে গ্রামের স্কুলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্তের আগেই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়ে বৈঠক ভন্ডুল হয়। পরে প্রতিপক্ষের লোকজন জাতুয়াবাজার এলাকায় আবদুল মালিক হুশিয়ার আলীসহ কয়েকজনের উপর হামলা করে। এ ঘটনার জের ধরে ওইদিন বিকেল ৫টার দিকে আবদুল মালিক হুশিয়ার আলীর পক্ষ ও সুহেল রুহেল গোলাম কিবরিয়ারা সিলেট-সুনামগঞ্জ সড়কের জাতুয়া নামক স্থানে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় পৌণে দুইঘন্টাব্যাপী সংঘর্ষে সড়কের দুইপাশে মালবাহী ও যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ইট-পাটকেলের আঘাতে পুলিশসহ অন্তত ৫০ ব্যক্তি আহত হয়।
খবর পেয়ে ছাতক ক্যাম্পের সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এসময় সংঘর্ষে জড়িত থাকায় তিনজনকে তারা আটক করেন। সন্ধ্যা পৌণে ৭টার দিকে পরিস্থিতি শান্ত হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের এসল্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।