সুনামগঞ্জে জুলাই মঞ্চ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৫, ৯:৫৪:৪৫ অপরাহ্ন
জুলাই মঞ্চ সিলেটের উদ্যোগে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) সুনামগঞ্জ শহরের রিপোর্টারস ইউনিটি মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জুলাই মঞ্চের সিলেট জেলা কাঠামোর মুখপাত্র রুহুল আমিন জগলুর সভাপতিত্বে এবং বারী সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুলাই মঞ্চ সিলেট বিভাগীয় শাখার সমন্বয়কারী ও সিলেট জেলা কাঠামোর আহবায়ক জোবায়ের আহমেদ তোফায়েল।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা কাঠামোর অর্থ সম্পাদক আহমেদ লায়েক, শিহাব উদ্দিন, মোজাহিদ আলী খোকন, এম এস মাসুম আহমদ, মাহফুজুর রহমান সজিব, মাওলানা রেজওয়ান আহমেদ, জাকারিয়া আহমেদ স্বাধীন প্রমূখ। এছাড়া মতবিনিময় সভায় জেলার অসংখ্য জুলাই যোদ্ধা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি