দিরাইয়ে সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ে নিহত ১, আটক ২
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৫, ৯:৫৭:১৪ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময়ে ১ জন নিহত হয়েছেন। এসময় ২ জনকে আটক করা হয়েছে। রোববার (২২ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় চিহ্নিত সন্ত্রাসী যুবলীগ নেতা কুলঞ্জ ইউপি চেয়ারম্যান একরার তার বাহিনী নিয়ে পাশর্^বর্তী জগন্নাথপুর উপজেলার ঘাদিয়ালা গ্রামে পালিয়ে যায়। সেনাবাহিনী তাদের পিছু ধাওয়া করলে তারা সেই গ্রামে আশ্রয় নেয়।
পরে সেনাবাহিনী সেখানে অভিযান চালালে সন্ত্রাসীদের সাথে গুলিবিনিময়ে আবু সাইদ (৩৩) নামে এক ইেেলক্ট্রিক মিস্ত্রী ঘটনাস্থলেই নিহত হন। তিনি দিরাই উপজেলার তারাপাশা গ্রামের তাজ মিয়ার ছেলে।
দিরাই থানার ওসি আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এসময় দুইজনকে সেনাবাহিনী আটক করেছে।