বড়লেখায় বিএনপি নেতা সাজুর লিফলেট বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৫, ৭:১৫:৫৪ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু মঙ্গলবার বড়লেখা পৌরশহরে গণসংযোগ করেছেন। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে বিএনপি নেতা শরিফুল হক সাজু বলেন, জুড়ী ও বড়লেখা উপজেলার জনসাধারণ দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে তিনি এই অঞ্চলের প্রতিটি পরিবারে উন্নয়ন পৌঁছে দিবেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, বিএনপি নেতা তুতিউর রহমান তুতাব আলী, আব্দুল কাদির পলাশ, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, বিএনপি নেতা হারুনুর রশীদ, বড়লেখা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী সাজু, উপজেলা হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহŸায়ক সুভাষ রায়, উপজেলা বিএনপির মহিলা নেত্রী আমিনা বেগম ডলি প্রমুখ।