আন্তঃজেলা ডাকাত দলের সর্দার হৃদয় র্যাবের জালে
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৫, ৮:৫৯:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার হৃদয়কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। সোমবার (১৩ অক্টোবর) বিকাল ৪টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ডাকাত দেওয়ান হৃদয় (২৫) চাঁদপুর জেলার মতলব থানার বালুরচর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
র্যাব সূত্র জানান, গত ২৩ আগস্ট রাত সোয়া ১১টার দিকে এস.এ. পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের সুপারভাইজার ও ড্রাইভার সিলেট নগরীর নাইওরপুল শাখা হতে প্রতিষ্ঠানটির কাভার্ডভ্যানে পার্সেল লোড করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। রাত সোয়া ১২টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকায় পৌছালে দুই পাশ থেকে ২টি মোটরসাইলে ৬ জন ও একটি পিকআপ গাড়িতে চারজন তাদের গাড়ির সামনে বেরিকেড দিয়ে থামিয়ে পার্সেলের গাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে পার্শ্ববর্তী মঙ্গলচন্ডী রোডে নিয়ে গিয়ে ১৫-১৬ জন ডাকাত মিলে কাভার্ড ভ্যানের মালামাল ডাকাতি করে নিয়ে যায়।
এ ঘটনায় এস এ পরিবহনের গাড়ির সুপারভাইজার বাদী হয়ে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন। সেই মামলার আসামী ঐ দিনের ডাকাত দলের প্রধান ছিলেন গ্রেফতারকৃত দেওয়ান হৃদয়। গ্রেফতারের পর তাকে ওসমানীনগর থানাপুলিশের কাছে হস্তান্থর করা হয়েছে।