কিছু উপদেষ্টার আচরণে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে : হুমায়ুন কবির
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৫, ৯:১৯:৫৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, কিছু উপদেষ্টার অস্বস্তিকর আচরণের কারণে জনগণের মধ্যে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) হযরত শাহ জালাল (রহ.) এর দরগা মসজিদে জুমার নামাজ আদায় ও মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, বিএনপি সবসময়ই নির্বাচনের জন্য প্রস্তুত। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে। তিনি আরও বলেন, পিআর বা গণভোট নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই।
মাজার জিয়ারতের সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে গত বুধবার (২২ অক্টোবর) দলের যুগ্ম মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর শুক্রবার তিনি সিলেটে গিয়ে হযরত শাহ জালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।





