জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫, ৭:৩১:৩৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইনের প্রথম টিজার প্রকাশিত হয়েছে। রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেইসবুক পেইজে ৪৮ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়।
টিজারটি প্রকাশ করে ফেইসবুকে এর ক্যাপশনে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইন ২ নভেম্বর থেকে শুরু হলো। প্রথম টিজারে গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব) ড. খান সুবায়েল বিন রফিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ফেব্রুয়ারি ২০২৬- এ উৎসবমুখর পরিবেশে আমরা সবাই ভোট দিতে যাবো। ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশের মালিকানা বুঝে নেবে দেশের জনগণ।’







