লিডিং ইউনিভার্সিটিতে বিজনেস টিম এওয়ার্ড অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৫, ৬:১৯:১১ অপরাহ্ন

লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের আয়োজনে বিজনেস টিম অব দ্য ইয়ার ২০২৫ এওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী।
বিজনেস টিম অব দ্য ইয়ার ২০২৫ প্রতিযোগিতায় বিজয়ী বিবিএ ৬৬তম ব্যাচের শিক্ষার্থী তানজিনা আবেদিন ও তার দল ‘টিম ৪’। দ্বিতীয় বিবিএ ৬২তম ব্যাচের শিক্ষার্থী সানি আহমেদ রিফাদ এবং তার দল ‘টিম ২’ এবং তৃতীয় বিবিএ ৬৩তম ব্যাচের শিক্ষার্থী নাফিসাতুস সাদিয়া এবং তার দল ‘টিম ৮’। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের বিশ হাজার টাকা, সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদান করা হয়।
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে বিজনেস টিম অব দ্য ইয়ার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে রাগীব আলী বলেন, এ ধরনের পুরস্কার শিক্ষার্থীদের দক্ষ নেতৃত্ব প্রদানে অনুপ্রেরণা দিয়ে থাকে। তাদের মধ্যে দক্ষ ব্যবস্থাপনা ও সৃজনশীলতার বিকাশ ঘটায়।
উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবারের প্রতিযোগিতায় বেস্ট বিজনেস টীমকে অভিনন্দন এবং অংশগ্রহণকারী সকল ঢীমের শিক্ষার্থীদেরকে সাধুবাদ ও উৎসাহ প্রদান করে বলেন, বিজনেস লিডার তৈরিতে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস ক্লাবের ভূমিকা প্রশংসনীয়।
লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ওয়াহিদা আক্তার এবং সহ-উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক মো. আব্দুল মোহিত চৌধুরীর সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, প্রক্টর মো. মাহবুবুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা। বিজ্ঞপ্তি







