দিরাইয়ে তালাবদ্ধ বাসায় চুরি
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৫, ৭:১৭:৫৮ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই পৌর শহরের বাজার সংলগ্ন দাউদপুর এলাকার বাসিন্দা প্রশান্ত রায়ের তালাবদ্ধ বাসায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় এই চুরির ঘটনাটি ঘটেছে বলে দাবী বাসার মালিকের।
৫ ভরি স্বর্ণালঙ্কার, একটি স্মার্ট এলইডি ৩৯ ইঞ্চি টিভি ও নগদ ২০ হাজার টাকা চোরেরা নিয়ে গেছে জানিয়ে স্থানীয় বাসিন্দা টিংকু রায় বলেন, আমার চাচাতো ভাই প্রশান্ত রায় গত ২ নভেম্বর বাসা তালাবদ্ধ করে চিকিৎসার জন্য সিলেটে যান। সেই সুযোগে ৪ নভেম্বর দিবাগত-রাত ফাঁকা বাসা পেয়ে তালা ভেঙ্গে ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ বিশ হাজার টাকা ও সনি র্যাংগসের ৪৩ ইঞ্চি একটি স্মার্ট টিভি নিয়ে যায়। বাসার মালিক দিরাই বাজারে ব্যবসায়ী প্রশান্ত রায় বলেন, আমি ও আমার স্ত্রী চিকিৎসার জন্য সিলেটে অবস্থান করছি। বাড়ি খালি ছিল, এ সুযোগে তালা ভেঙ্গে মূল্যবান মালামাল নিয়েছে চোরের দল।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।






