বলদী পুরাতন জামে মসজিদে ইসলামী মহাসম্মেলন
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৩৭:১৬ অপরাহ্ন
দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের বলদী পুরাতন জামে মসজিদ কমিটির উদ্যোগে বলদী পুরাতন জামে মসজিদ মহল্লার মুর্দেগানের ঈসালে সওয়াব উপলক্ষে এলাকাবাসীর সহযোগিতায় শনিবার রাতে মসজিদ প্রাঙ্গণে বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ নুরুল আমান তানভীর নারায়ণগঞ্জী।
বলদী পুরাতন জামে মসজিদের মুতাওয়াল্লী আতিক আহমদ লাল মিয়া ও মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শহিদুল ইসলাম জিহাদির সভাপতিত্বে ও যুব সংগঠক মিসবাহ উদ্দিন মোহন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা কাওছার আহমদ বি-বাড়িয়া, কায়েস্তরাইল ওয়াক্ফ এস্টেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মাহবুব আহমদ নাঈমী, দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হ মাওলানা ইউনুস আলী আকিলপুরী।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন মাওলানা মুজিবুর রহমান হাকিমী বড়লেখা, মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদ সিলেটের ইমাম ও খতিব মাওলানা শামসুল ইসলাম, শুড়িগাও মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোবারক হোসেন, কান্দিগাও টুকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামাল উদ্দিন জামালী।
উপস্থিত ছিলেন বলদী পুরাতন জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আব্দুশ শুকুর, সদস্য আইয়ুব হোসেন খান, আব্দুল আহাদ, পারুল মিয়া, লিটন খান, নুরুল ইসলাম রুপন, শরীফ আহমদ, ছুনু মিয়া, মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য কালাম হোসেন, নুর হোসেন খান, সুমন আহমদ, মারুফ খান, ইমন খান, দৌলা মিয়া, সালমান আহমদ, সুরুক মিয়া, জাহেদুর রহমান, মাসুম আহমদ, রিয়াদ আহমদ ও ইমন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি