যুব উন্নয়ন অধিদপ্তরের বিদায়ী জেলা প্রশাসককে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৩, ৬:০০:০৪ অপরাহ্ন
যুব উন্নয়ন অধিদপ্তর এবং সিলেট জেলার যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সকল যুব সংগঠন এর প্রতিনিধিদের উদ্যোগে জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সংবর্ধিত অতিথি সিলেটের বিদায়ী জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান বলেন, হযরত শাহজালাল রহ. সহ ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেট। সিলেটের মানুষের মধ্যে একটা অন্যরকম কর্মস্পৃহা ও আত্মিক শক্তি রয়েছে। যার ফলে সিলেটের মানুষ সবক্ষেত্রে একটু বেশি আন্তরিক। সিলেটে থাকা অবস্থায় চেষ্টা করেছি মানুষের সঙ্গে আন্তরিকভাবে কাজ করার। তারপরও সব দায়িত্ব পালন করতে পারিনি। সবকিছু মিলিয়ে যুব সংগঠনের নেতৃবৃন্দ আমাকে সব ধরনের সহযোগিতা করেছেন। যেখানেই যাই না কেন সিলেটের মাটি ও মানুষের প্রতি আমার আন্তরিকতা থাকবে। আমি চেষ্টা করেছি সিলেটকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে।
যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম শামীম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর শেখ তোফায়েল আহমেদ শেপুল, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আমানউল্লাহ দর্জি ও মোঃ সাইফুল ইসলাম।
সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সূচিত সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাফিক্স জোন অফসেট প্রেসের পরিচালক নেছার আহমদ জামাল, ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির তথ্য ও গবেষণা সম্পাদক কয়ছর আহমদ কাওছার, সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি আলী আহমদ, হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার সভাপতি আশফাক উদ্দিন, কুশিঘাট যুব কল্যাণ সংস্থার সভাপতি ইমতিয়াজ রহমান ইনু, সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল আহাদ, দক্ষিণ সুরমা উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান-কে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এবং সিলেট জেলার যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিতকৃত সকল যুব সংগঠনের প্রতিনিধিগণ। বিজ্ঞপ্তি