‘আযানের গান’ গ্রন্থের প্রকাশনা উৎসব
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৪, ৮:৪২:১৭ অপরাহ্ন
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডর চেয়ারম্যান অধ্যাপক মোঃ জাকির আহমদ বলেছেন, নুর মোহাম্মদ চৌধুরীর গান হৃদয়কে জাগ্রত করে। শক্তিশালী গান-কবিতা হৃদয়কে ভেদ করে মহাসমুদ্রে চলে যায়। সুন্দরতম শব্দ ও সুন্দরতম বিন্যাসই হলো কবিতা। ইসলামি গান সুন্দর ও আলোর পথ দেখায়। নুর মোহাম্মদ চৌধুরীর রচনা তাই বলে।
মঙ্গলবার সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদ আয়োজিত সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসরকক্ষে কবি নুর মোহাম্মদ চৌধুরী মুবিন রচিত ইসলামি সংগীত ‘আযানের গান’ দ্বিতীয় গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক কবি মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল, সিলেট সাংস্কৃতিক সংসদের পরিচালক জাহেদুর রহমান চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত ও কলামিস্ট সালেহ আহমদ খসরু।
সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আবদুল কাদির জীবন-এর উপস্থাপনায় ও শিল্পী মোঃ মুজতাবা চৌধুরী (তানজিল) এর কণ্ঠে মহাগ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পাপড়ি প্রকাশনীর স্বত্বাধিকারী কামরুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ছড়াকার জহুর মুনিম। অনুভূতি প্রকাশ করেন আযানের গান গ্রন্থের লেখক নুর মোহাম্মদ চৌধুরী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি মোয়াজ আফসার, ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, অভিনেতা মিনহাজ ফয়সল, ইঞ্জিনিয়ার নুরুল কিবরিয়া চৌধুরী, কবি ছয়ফুল আলম পারুল, প্রভাষক শাহ সরওয়ার আলী, কবি মিজানুর রহমান, সাংবাদিক বদরুল আমিন, উদ্দীপন একাডেমির শিক্ষক রাসেল আহমদ, প্রাবন্ধিক আব্দুল বাছিত ও কবি কামাল আহমদ। বিজ্ঞপ্তি