কেমুসাস বইমেলায় বিপ্লবী কবিতা পাঠের আসর
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৪, ৮:২১:০৮ অপরাহ্ন
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-এর সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরী বলেছেন, ছাত্রজনতা স্বৈরাচারের বিরুদ্ধে বুক সটান করে দাঁড়িয়েছিল। অন্যায়ের বিরুদ্ধে শহীদ আবু সাঈদ সবাইকে পথ দেখিয়েছেন। জুলাই বিপ্লবে কবি-সাহিত্যিকদের ভূমিকা ছিল অনুপ্রেরণার। তাদের প্রতিবাদী লেখা জাতির মধ্যে উজ্জীবনী শক্তি সৃষ্টি করেছিল। যা ঐক্যবদ্ধ আন্দোলন গড়তে সবাইকে অনুপ্রেরণা দিয়েছিল। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ উদ্যোগে অষ্টাদশ কেমুসাস বইমেলায় জুলাই ভাবনা ও বিপ্লবী কবিতাপাঠের আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় কেমুসাস বইমেলা মঞ্চে এই আসর অনুষ্ঠিত হয়। সংসদের সহসভাপতি অধ্যক্ষ কবি কালাম আজাদের সভাপতিত্বে এবং বইমেলা উপকমিটির সদস্য কামরুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, কবি নিজাম উদ্দিন সালেহ, বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, সংসদের কার্যকরী পরিষদ সদস্য কবি কামাল তৈয়ব অ্যাডভোকেট। সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা দেন সংসদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গল্পকার সেলিম আউয়াল। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছড়াকার জহুর মুনিম এবং গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী আহমেদ কায়েস। এই আসরে কবি-সাহিত্যিক, শিক্ষাবিদ থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আসরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করা হয়। অনুষ্ঠানের শেষে জুলাই ভাবনা ও বিপ্লবী কবিতাপাঠে অংশগ্রহণকারী কবিদেরকে সম্মানী তুলে দেন অতিথিবৃন্দ।
সাহিত্য আসরে জুলাই ভাবনা ও বিপ্লবী কবিতাপাঠে অংশগ্রহণ করেন কবি ড. মোহাম্মদ শাহাদাত চৌধুরী, কবি বাছিত ইবনে হাবীব, কবি নাজমুল আনসারী, কবি মামুন সুলতান, কবি ইশরাক জাহান জেলী, কবি এখলাসুর রহমান, কবি কামরুল আলম, কবি নূর মোহাম্মদ চৌধুরী মুবিন, কবি শামসীর হারুনুর রশিদ, কবি দেলোয়ার হোসেন দিলু, কবি অঞ্জন কুমার পাল, কবি ছয়ফুল আলম পারুল, কবি লিপি খান, কবি মাসুদা সিদ্দিকা রুহি, কবি কামাল আহমদ, কবি কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি কবির আশরাফ, কবি সুফি আকবর, কবি সাজ্জাদ আহমদ সাজু, কবি আব্দুল বাছিত, কবি ছাদির হোসাইন, কবি মাজহারুল ইসলাম মেনন, কবি ওমর ফারুক, কবি মাহফুজ জোহা, কবি মিজানুর রহমান মিজান, কবি মকসুদ আহমদ লাল, কবি কয়েস আহমদ সাগর, কবি শিব্বির আহমদ, কবি ইবরাহিম ইউসুফ, কবি মুন্নি আক্তার, কবি জহুর মুনিম, কবি সোলেমান রাসেল, কবি জেনারুল ইসলাম, কবি আব্দুস সামাদ, কবি জেসির আরাফাত, কবি আহমদ জুয়েল, কবি নাঈমুল ইসলাম গুলজার, কবি আশরাফুল আলম, কবি রোদ্দুর রিফাত, কবি ইফাত হাসান আরমান প্রমুখ। বিজ্ঞপ্তি