‘জীবন-ছড়া’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৪, ৬:৪৭:০৮ অপরাহ্ন
সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদ আয়োজিত সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-এর ‘অষ্টাদশ কেমুসাস বইমেলা-২০২৪’ মঞ্চে ছড়াকার আবদুল কাদির জীবনের ‘জীবন-ছড়া’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান রোববার অনুষ্ঠত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি মদনমোহন কলেজের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আকবর হোসেন চৌধুরী।
সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক কবি মোঃ আমিনুল ইসলাম, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, সংগঠনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কোষাধ্যক্ষ অধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্যকরি পরিষদের সদস্য কবি কামাল তৈয়ব এডভোকেট, পুবালি ব্যাংক লিমিটেড সিলেট সরকারি মহিলা কলেজ শাখার ম্যানেজার মোঃ কবিরুল ইসলাম, সিলেট সিটি মডেল স্কুলের সাবেক প্রিন্সিপাল সুকেশ রঞ্জন তালুকদার, ঔপন্যাসিক আলেয়া রহমান ও ছড়াকার দেলোয়ার হোসেন দিলু।
কবি কালাম আহমদের-এর উপস্থাপনায় ও ক্বারী জমসর বিন ইউসুফ এর কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাপড়ি প্রকাশনীর স্বত্বাধিকারী ও অষ্টাদশ কেমুসাস বইমেলা-২০২৪ এর সদস্য সচিব কামরুল আলম, মূল প্রবন্ধ উপস্থাপন করেন ছড়াকার জহুর মুনিম। অনুভূতি প্রকাশ করেন ‘জীবন-ছড়া’ গ্রন্থের লেখক ছড়াকার আবদুল কাদির জীবন। বিজ্ঞপ্তি