অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৪, ৮:২৬:০৪ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন প্রতিটা মানব-সন্তান বিস্ময়কর প্রতিভা নিয়ে জন্মায়। সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে পারার মধ্যেই রয়েছে জীবনে সাফল্য কিংবা ব্যর্থতা। শিক্ষাপ্রতিষ্ঠানের হাত ধরেই আমরা নিজেকে জাগাই, বড় হই। তিনি রোববার কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে উইমেন্স মডেল কলেজ কর্তৃক আয়োজিত ৯ম ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার। উইমেন্স মডেল কলেজের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র প্রভাষক স্নিগ্ধা চক্রবর্তী ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হেলাল হামামের সঞ্চালনায় এবং ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আহমদ লস্করের সভাপতিত্বে সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে বিজয়ীদের পুরস্কার প্রদান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অত্র কলেজের চিফ একাউন্টস অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা লেহ আহমদ এবং গীতা পাঠ করেন তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রভাষক তনয়া দাম। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ এর ৫ম ও ৮ম শ্রেণির সেরা দশের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। প্রথম পুরস্কার হিসেবে ছিলো ডেস্কটপ কম্পিউটার, দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিলো ট্যাব এবং তৃতীয় হিসেবে ছিলো অণুবীক্ষণ যন্ত্র। ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারী সবাইকে ক্রেস্ট ও সার্টিফিকেটের পাশাপাশি প্রদান করা হয় আকর্ষণীয় শিক্ষাসামগ্রী। এরপর প্রতিযোগিতায় অংশ নেয়া ৫ম ও ৮ম শ্রেণির সকল শিক্ষার্থীকে প্রদান করা হয় বিশেষ পুরস্কারস্বরূপ ক্রেস্ট এবং সার্টিফিকেট। বিজ্ঞপ্তি