জগন্নাথপুরে অভিবাসী দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৪, ৬:৪১:১১ অপরাহ্ন
জগন্নাথপুর থেকে সংবাদদাতা: ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’, এই প্রতিপাদ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন চত্বরে র্যালী শেষে ১১ টায় উপজেলা সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর আয়োজনে, জগন্নাথপুর ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর জগন্নাথপুর উপজেলা সভাপতি ফজর আলীর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা ব্র্যাকের মাইগ্রেশনের মাঠকর্মী রাহুল দাসের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. বরকত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সাদ, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক একাডেমী সুপারভাইজার অরুপ কুমার রায়, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মজিদের ইমাম জুবায়ের আহমেদ।