শহীদ মিনারে ৬ষ্ঠ ‘সিলেট বইমেলা-২৫’ বাস্তবায়নে প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৫, ৬:৩০:৫৭ অপরাহ্ন
আগামী ৭ থেকে ১৭ জানুয়ারী ২০২৫ সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৬ষ্ঠ সিলেট বইমেলা ২৫’। সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় ১০ দিনব্যাপী বইমেলাটির আয়োজন করছে কালান্তর প্রকাশনী ও জসিম বুক হাউস। বইমেলা বাস্তবায়ন করতে আয়োজক কমিটির পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচী পালন করা হচ্ছে।
বইমেলা আয়োজক কমিটির উদ্যোগে বুধবার এক প্রস্তুতি সভা সংগঠনের বন্দরবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বইমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও কালান্তর প্রকাশনীর কর্ণধার আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও জসিম বুক হাউস প্রকাশনীর কর্ণধার মো. জসিম উদ্দিনের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার ও দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল, পৈঠা প্রকাশনীর পরিচালক জাকির শাহ, মারুফ প্রকাশনীর প্রকাশক রাহিম আহমদ, জসিম বুক হাউস সাহিত্য পরিষদের সভাপতি ছয়ফুল আলম পারুল, গাঙচিলের সিলেট জেলা সভাপতি জগলুল হক, সার্জন টিভির পরিচালক কবি জুবের আহমদ সার্জন, টাচ অব সিলেটের কবি জালাল জয়, সিলেট টু আমেরিকার কবি শিব্বির আহমদ, কবি রোকশানা বেগম, কবি রেজিয়া আক্তার ও ব্যাংকার আবদুল মালিক প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, ৭ থেকে ১৭ জানুয়ারী কেন্দ্রীয় শহীদ মিনারের বইমেলাটি পাঠক-পাঠিকা, লেখক-লেখিকাসহ সাহিত্যমোদী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠবে। এবারের বইমেলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের উৎসর্গ করা হয়েছে। মেলায় ঢাকা ও সিলেটের ২৯টির মতো স্টল অংশ নিচ্ছে। এরমধ্যে আধুনিক প্রকাশনী, গার্ডিয়ান প্রকাশনী, কালান্তর প্রকাশনী, জসিম বুক হাউস, প্রচ্ছদ প্রকাশন, ইসলাম হাউজ পাবলিকেশন, দারুস সালাম বাংলাদেশ, রিমঝিম প্রকাশনী, মুসলিম ভিলেজ, লোকমান প্রকাশনী, মক্তব প্রকাশনী, সোজলার পাবলিকেশন, মক্কা পাবলিকেশন, বই পল্লী, সিয়ান পাবলিকেশন, সত্যায়ন প্রকাশন, প্রফেসর পাবলিকেশন, বিন্দু প্রকাশ, পেনফিল্ড পাবলিকেশন, আলিফ পাবলিকেশন, রাগীব রাবেয়া ফাউন্ডেশন, নোঙর প্রকাশন, মারুফ প্রকাশন, স্বরবর্ণ প্রকাশনী ও পৈঠা প্রকাশনী রয়েছে। বিজ্ঞপ্তি