কেমুসাসের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৫, ৭:২৪:৪৩ অপরাহ্ন
লেখালেখি মানুষের জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটায়। লেখক তার অর্জিত জ্ঞানের প্রকাশ ঘটান গল্প-উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ, কবিতা-ছড়া ইত্যাদি লেখার মাধ্যমে। লেখালেখির সমৃদ্ধির জন্য বেশি করে বই পড়া, সংবাদপত্র ও গণমাধ্যম থেকে তথ্য সংগ্রহ এবং সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কিত জ্ঞান রাখা জরুরি। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১২২০তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে আলোচকগণ উপরোক্ত কথা বলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে সাহিত্য সংসদের কার্যকরী পরিষদ সদস্য ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে আসরে আলোচনায় অংশ নেন কবি বাছিত ইবনে হাবীব, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সিলেট জেলা শাখার সভাপতি সার্জেন্ট আব্দুল জলিল তাপাদার ও কবি মাহফুজ জোহা।
ছড়াকার নাঈমুল ইসলাম গুলজারের সঞ্চালনায় আসরে লেখাপাঠে অংশ নেন ছয়ফুল আলম পারুল, কামাল আহমদ, জুবের আহমদ সার্জন, হুসাইন হামিদ, আব্দুস সামাদ, জিয়াউল হক, আব্দুর রাজ্জাক, মো. ফয়ছল আহমেদ, মকসুদ আহমদ লাল প্রমুখ। গান পরিবেশন করেন কুবাদ বখত চৌধুরী রুবেল। আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রেজওয়ান শাকির। সেরা লেখক মনোনীত হন নাঈমুল ইসলাম গুলজার। বিজ্ঞপ্তি