৬ষ্ঠ সিলেট বইমেলা শুরু মঙ্গলবার
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৫, ৫:৫০:২৬ অপরাহ্ন
১১ দিনব্যাপী ‘৬ষ্ঠ সিলেট বইমেলা ২৫’ শুরু হতে যাচ্ছে মঙ্গলবার (৭ জানুয়ারি)। ইতিমধ্যে প্রস্তুত হচ্ছে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের স্টল। সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই বইমেলার আয়োজন করছে কালান্তর প্রকাশনী ও জসিম বুক হাউস। বইমেলা বাস্তবায়ন করতে আয়োজক কমিটির পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি পালন করা হচ্ছে।
রোরবার বইমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব মো. জসিম উদ্দিন এক বিবৃতিতে বলেন, ৭ থেকে ১৭ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের বইমেলাটি পাঠক-পাঠিকা, লেখক-লেখিকাসহ সাহিত্যমোদী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠবে। এবারের বইমেলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের উৎসর্গ করা হয়েছে। মেলায় ঢাকা ও সিলেটের ২৯টি প্রকাশনী অংশ নিচ্ছে। বিজ্ঞপ্তি