ছড়াকার শাহাদত বখত শাহেদকে নিয়ে আনন্দ আড্ডা
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৫, ৭:১৬:৪৬ অপরাহ্ন
শিশু সাহিত্যিক ও ছড়ালোক সম্পাদক শাহাদত বখত শাহেদের জন্মদিন ছিল গত ১২ জানুয়ারি রোববার। এ উপলক্ষে ছড়াকেন্দ্র সিলেটের আয়োজনে নগরীর হাওয়াপাড়া ‘সাহিত্য ক্যাফে কবি দিলওয়ার মঞ্চে অনুষ্ঠিত হয় এক ‘সুহৃদ আড্ডা’ ও আলোচনা অনুষ্ঠান।
ছড়াকেন্দ্রের সভাপতি কবি ও কলামিস্ট দুলাল শর্মা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো সিলেটের ব্যুরো প্রধান সুমন কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাস্কর সম্পাদক কবি পুলিন রায়, কবি অমিতা বর্ধন, কবি ধ্রুব গৌতম, কবি মাসুদা সিদ্দিকী রুহি, কবি এখলাসুর রহমান, সাংস্কৃতিকর্মী জন্মেজয় রায় চৌধুরী (বিষ্ণু), কবি রাজিয়া সুলতানা, ছড়াকার রুহেল আহমদ, ছড়াকার অজিত রায় ভজন, কবি কামাল আহমদ সহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত ছড়াকার শাহাদত বখত শাহেদকে উত্তরীয় পড়িয়ে দেন প্রধান অতিথি সুমন কুমার দাশ ও কবি দুলাল শর্মা চৌধুরী। এরপর একে একে ছড়াকার শাহাদত বখত শাহেদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ভাষ্কর সম্পাদক কবি পুলিন রায়, ছড়ানিকেতনের পক্ষ থেকে ছড়াকার অজিত রায় ভজন, ছড়াকেন্দ্রের পক্ষ থেকে ছড়াকেন্দ্রের সাধারণ সম্পাদক রিপন মিয়া, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জন্মেজয় রায় চৌধুরী (বিষ্ণু)। এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ছড়াকার শাহাদত বখত শাহেদ কে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। সর্বশেষে জন্মদিনের কেক কেটে অতিথিদের চা-চক্রের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছড়াকেন্দ্রের সাধারণ সম্পাদক কবি রিপন মিয়া ও কবি রাফি। বিজ্ঞপ্তি