‘প্রশান্তির ছায়া’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৫, ৭:২৩:৩৩ অপরাহ্ন
সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেছেন, কবিতা একটি আবেগের নাম, সেটা যখন ভাষায় রূপ পায় তখন কবিতা হয়ে উঠে। তিনি বলেন, কবিতা বা সাহিত্যের গ্রন্থ রচনার মাধ্যমে পৃথিবীতে হাতের ছাপ রেখে যাওয়া সম্ভব।
শনিবার সন্ধ্যা ৬টায় নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসরকক্ষে প্রতিভাত প্রকশন, সিলেট আয়োজিত কবি এখলাছ উর রহমান এখলাছ এর ‘প্রশান্তির ছায়া’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদানকালে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাসসের সিলেট ব্যুরো প্রধান গল্পকার সেলিম আউয়াল।
কবি মোঃ ইব্রাহীম আলীর সভাপতিত্বে ও কবি কামাল আহমদ এর সঞ্চালনায় কাওছার আহমদ লাহিনের কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে ও প্রতিভাত প্রকাশনের প্রকাশক এম আলী হোসাইন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাসমত উল্লাহ, যুক্তরাজ্যের কিতলী টাউনের কাউন্সিলর মোঃ নেছার আলী, ব্যাংকার মোহাম্মদ মোশতাক চৌধুরী, এডিশনাল পিপি এডভোকেট আব্দুল মুকিত অপি, কেমুসাসের কোষাধ্যক্ষ জাহেদুর রহমান চৌধুরী। ‘প্রশান্তির ছায়া’ কাব্যগ্রন্থ নিয়ে মূল গ্রন্থালোচনা করেন সাহিত্য আলোচক কবি মামুন সুলতান। অনুভূতি ব্যক্ত করেন ‘প্রশান্তির ছায়া’ কাব্যগ্রন্থের লেখক কবি এখলাছ উর রহমান এখলাছ, কাব্যগ্রন্থের পাঠপ্রতিক্রিয়া সম্পাদনা ও পাঠ করেন কবি ও সংগঠক কামাল আহমদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুপ্রাণন সম্পাদক মোঃ নাসির উদ্দিন, মাসিক প্রতিভাত এর সাহিত্য সম্পাদক কবি মোঃ আলমগীর চৌধুরী ও শিক্ষক মাহবুবুল আলম। বিজ্ঞপ্তি