শাহ মোঃ ওয়াইছ মিয়া রচিত ২টি পুস্তিকার প্রকাশনা
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৫, ৯:১১:৪৩ অপরাহ্ন
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, দইসলামী আন্দোলনের অপরিহার্যতা’ ও ‘হে যুবক ঘুরে দাঁড়াও’ বই দুটি রাজনৈতিক ও ব্যক্তি জীবনে সময়োপযোগী। তিনি বলেন, ইসলামে রাজনীতি বিষয়টি নিয়ে এখন খুবই কথাবার্তা চলছে। ইসলামী আন্দোলনের অপরিহার্যতা এই বইটি পড়লে এর জবাব পাওয়া যাবে। যুব সমাজ আমাদের অহংকার গর্বের। বিগত দিনে আমরা যা পারিনি যুবসমাজ তা পেরেছে। ‘হে যুবক ঘুরে দাঁড়াও’ এ বইটি বর্তমান সময়ের যুবকদের জন্য খুবই প্রয়োজনীয় একটি বই। বই দুটি পাঠক সমাজে সমাদৃত হবে বলে উল্লেখ করেন তিনি। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এ কথাটি যারা মানতে নারাজ তাদেরকে বইটি পড়ানো প্রয়োজন। আধুনিক শিক্ষিত এবং মাদ্রাসা শিক্ষিত সকলে বইটি পড়লে ইসলামী আন্দোলনের কয়েকটি পয়েন্ট পাওয়া যাবে। শুক্রবার (২৪ জানুয়ারি) বাদ মাগরিব সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলরুমে শাহ তালিব-শাহ জাকির (রহ:) ফাউন্ডেশন আয়োজিত শাহ মোঃ ওয়াইছ মিয়া রচিত ২টি পুস্তিকার প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জালাল উদ্দিনের সভাপতিত্বে ও গ্রন্থের প্রকাশক সাংবাদিক এম রহমান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে লেখকের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন শাহ মোঃ ওয়াইছ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ড. হাসমত উল্লাহ, বাংলাদেশ পয়েন্ট ক্লাবের চেয়ারম্যান কবি মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. আবুল খায়ের, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. জৈন উদ্দিন, খাজাঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা নিজামুদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব পুরকায়স্থ, যুক্তরাজ্য প্রবাসী ও সমাজেবী কমর উদ্দিন। এডভোকেট ওমর ফারুক এর কন্ঠে পবিত্র তেলাওয়াতের মধ্য দিয়ে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল গিয়াস উদ্দিন সাদী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলামিষ্ট ডা. লোকমান হেকিম, শিক্ষক নেতা আজমল আলি ও নিজাম উদ্দিন সমাজসেবী আবুল খায়ের, গ্রন্থের আরেক প্রকাশক এডভোকেট শাহ মাহমুদুল হাদান, ছাত্রনেতা ফাহিম আহমদ, ইসলামী সংগীতের গীতিকার আবু তুরাব যাকি, নিসর্গ শিল্পী গোষ্টির পরিচালক লিজান আহমদ প্রমুখ।