লন্ডন বাংলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৫, ৭:২১:১৫ অপরাহ্ন
সংবাদদাতা: বিলেতের বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডস্থ লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি হলে এই সভা অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ।
সভাপতির স্বাগত বক্তব্যের পর সাধারণ সম্পাদক গত এক বছরের কার্যবিবরণী উপস্থাপন করেন। এরপর আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ট্রেজারার সালেহ আহমদ। এসময় ২০২৩ সালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরনী অনুমোদন করা হয়।
সাধারণ সভায় গত এক বছর সর্বোচ্চ সংখ্যক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সংবাদ প্রচার ও প্রকাশে বিশেষ ভুমিকা রাখায় ‘হাইয়েস্ট প্রেজেন্স এন্ড রিপোর্টিং অ্যাওয়ার্ড’ লাভ করেন ইক্বরা টিভির চীফ রিপোর্টার ও বাংলাপেইজ২৪ এর প্রধান সম্পাদক খালেদ মাসুদ রনি। তাছাড়া, নির্বাহী কমিটিতে সক্রিয় ভুমিকা পালনের জন্য ‘বেস্ট পারফরমেন্স ইন ইসি অ্যাওয়ার্ড’ লাভ করেন ক্লাবের ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন ও নির্বাহী সদস্য ফয়সল মাহমুদ।
সভায় নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি সাঈম চৌধুরী, এসিসটেন্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, এসিসটেন্ট ট্রেজারার ইব্রাহিম খলিল, ট্রেইনিং এন্ড অরগানাইজিং সেক্রেটারি আকরামুল হোসাইন, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি আব্দুল হান্নান, ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন, নির্বাহী সদস্য সাহিদুর রহমান সুহেল, জাকির হোসাইন কয়েস, ফয়সল মাহমুদ ও পলি রহমান।
ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরীর ধন্যবাদ জ্ঞাপনমুলক বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। পরে ক্লাব সদস্যরা নৈশভোজে অংগ্রহণ করেন।