মহানগর বিএনপির ৬ থানা কমিটি অনুমোদন
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১০:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির ৬ থানা আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বুধবার দলের সিলেট মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে একথা জানানে হয়েছে।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন-কোতোয়ালী থানা আহবায়ক সাবেক সিসিক কমিশনার ওলিউর রহমান চৌধুরী সুহেল ও সদস্য সচিব সোয়েব আহমদ, বিমানবন্দর থানা আহবায়ক আব্দুল কাদির সমসু ও সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজা, জালালাবাদ থানা আহবায়ক শহীদ আহমদ চেয়ারম্যান ও সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ, শাহপরান থানা আহবায়ক আব্দুল মুনিম ও সদস্য সচিব খোরশেদ আহমদ খুশু, দক্ষিণ সুরমা থানা আহবায়ক ডা. এনামুল হক ও সদস্য সচিব মকসুদ আহমদ, মোগলাবাজার থানা আহবায়ক আবুল হাসনাত ও সদস্য সচিব জামাল আহমদ।