সিলেটের ইন্টার্ন ডাক্তারদের কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৩১:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের ইন্টার্ন চিকিৎসকরা। স্বাস্থ্য খাত সংস্কারে পূর্ণাঙ্গ রায় ও ৫ দফা দাবি আদায় না হলে সারাদেশের সকল মেডিকেল কলেজের সঙ্গে একাত্মতা পোষন করে এই হুশিয়ারি দেন তারা।
এদিকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলাকালে সিলেট সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন তারা।এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ, ‘নামসর্বস্ব’ ম্যাটসের কার্যক্রম বন্ধ, বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে সারাদেশের ন্যয় আন্দোলনে নেমেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকগণ। এই আন্দোলনের অংশ হিসেবে রোববার (২৩ ফেব্রুয়ারি) থেকে কর্মবিরতি পালন করেছেন তারা। ফলে হাসপাতালে রোগীদের সেবায় ব্যাঘাত ঘটছে। হাসপাতালের বিভিন্ন বিভাগের স্থায়ী চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। অনেকেই বাধ্য হয়ে বেসরকারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ইন্টার্ন চিকিৎসকরা সোমবার সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে সিভিল সার্জন বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণ করেন সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী। এসময় তিনি সকল ইন্টার্ন চিকিৎসকদের চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।