ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি : রোগী দুর্ভোগ
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ৫ দফা দাবিতে মঙ্গলবারও কর্মবিরতি পালন করেছেন ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। এসময় তাদের আহবানে মিডলেভেল এবং মেডিকেল কলেজের শিক্ষকরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এতে ওসমানী মেডিকেলে রোগীদের সেবায় চরম ব্যাঘাত ঘটে। হাসপাতালের বিভিন্ন বিভাগের স্থায়ী চিকিৎসকদের সেবা দিতে হিমশিম খেতে হয়। অনেকেই বাধ্য হয়ে বেসরকারী হাসপাতালে স্থানান্তর হয়েছেন।
জানা গেছে, এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেওয়াসহ পাঁচ দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো সিলেটে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গনে অবস্থান কর্মসূচী পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা।
কর্মসূচী পালনকালে ইন্টার্ন চিকিৎসকেরা বলেন- শুধুমাত্র এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি দেওয়া হবে না। এ নিয়ে কোর্টের রায় তাদের পক্ষে না আসলে বুধবার বিকাল থেকেই কমপ্লিট শাটডাউন যাবেন তারা। এতে রোগীদের সেবায় যে ব্যাঘাত ঘটবে তার দায় ইন্টার্ন চিকিৎসকেরা নিবেন না। ইন্টার্ন চিকিৎসকদের এসব দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন মিডলেভেল এবং মেডিকেল কলেজের শিক্ষকরা।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ মোঃ জিয়াউর রহমান চৌধুরী জানান, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির সাথে একমত আমরা। ইন্টার্ন চিকিৎসকরা কমপ্লিট শাটডাউনে গেলে রোগীদের সেবায় ব্যাঘাত ঘটবে। আমরা চাইবো আন্তর্বর্তী সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।
এব্যাপারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা: সৌমিত্র চক্রবর্তী দৈনিক জালালাবাদকে বলেন, এমনিতেই ঋতুর পরিবর্তনজনিত কারণে হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। এর মধ্যে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে রোগীদের সেবা দিতে স্থায়ী চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। ইন্টার্ন চিকিৎসকদের যৌক্তিক দাবীর সাথে আমি নীতিগতভাবে একমত। তবে তাদেরকে অবশ্যই শান্তিপূর্ণ কর্মসূচী পালন করা উচিত এবং বিশেষ করে ইমার্জেন্সিতে তাদের সেবা অব্যাহত রাখার বিষয়টি বিবেচনা করা উচিত।