ভোটার দিবসে সিলেটের কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১৩:৪৬ অপরাহ্ন
আগামী ২ মার্চ রোববার জাতীয় ভোটর দিবস উপলক্ষে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস শোভাযাত্রা ও আলোচনা সভার কর্মসূচী গ্রহণ করেছে। সকাল ১০টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উদ্বোধন শেষে শোভাযাত্রা করা হবে। পরে সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। বিশেষ অতিথি থাকবেন সিলেটের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, এসএমপি কমিশনার মোঃ রেজাউল করিম, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলম। বিজ্ঞপ্তি