সিলেটে যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি অব্যাহত
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৩০:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : চুরি-ছিনতাই, রাহাজানি-খুণ-খারাবি বৃদ্ধি পাওয়ায় সারাদেশের ন্যায় সিলেটেও যৌথ বাহিনীর নেতৃত্বে কম্বাইন্ড পেট্রোলিং টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। এর অংশ হিসেবে সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে যানবাহনে তল্লাশী অব্যাহত রয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নগরীর জালালাবাদ থানার আওতাধীন কুমারগাঁও এলাকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় এই সড়কে চলাচল করা সন্দেহজনক সকল যানবাহনে তল্লাশি করা হয়। মূল সড়কে চেকপোস্টের পাশাপাশি পাড়া মহল্লায় যৌথ বাহিনীর টহল চলমান রয়েছে বলে জানায় পুলিশ।
এর আগে মঙ্গলবার বিকাল ৩টার দিকে নগরীর এয়ারপোর্ট রোডের লাক্কাতুরা থেকে ক্যাডেট কলেজের মধ্যবর্তী স্থানে পুলিশ ও সেনাবাহিনীর উদ্যোগে চেকপোস্ট পরিচালনা করা হয়।