তুরাব চত্ত্বর বাস্তবায়ন করা হবে : তুরাব স্মরণে ইফতার মাহফিলে বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৫, ৯:৩৬:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
জুলাই বিপ্লব চলাকালীন দায়িত্বরত অবস্থায় পুলিশের গুলিতে নিহত দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এটিএম তুরাব স্মরণে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর একটি অভিজাত পাটি সেন্টারে দৈনিক জালালাবাদের উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথিরা বক্তব্যে জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের অবদানের কথা স্মরণ করেন। তারা তুরাব হত্যার দ্রুত বিচার এবং নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় প্রস্তাবিত শহীদ তুরাব চত্ত্বর দ্রুত সরকারিভাবে বাস্তবায়নের দাবি জানান। এসময় সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মোঃ রেজা-উন-নবী তুরাব চত্ত্বর বাস্তবায়নের আশ্বাস দেন।
দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে এবং যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খানের সঞ্চালনায় শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার মুনশী ইকবাল এবং মাহফিলে দোয়া পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব সাঈদ বিন নূরুজ্জামান আল মাদানী।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, জালালাবাদ সিন্ডিকেটের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সেক্রেটারী ইমদাদ আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ তারিক, সিলেট জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি ও দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সেক্রেটারী খালেদ আহমদ, দৈনিক প্রভাত বেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান শাহ দিদার আলম চৌধুরী নোবেল, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ এবং দৈনিক জালালাবাদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নুরল ইসলাম বাবুল।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা সভাপতি কমরেড সিকন্দর আলী, যমুনা ওয়েল এর স্বাধীন পরিচালক কবি সালেহ আহমদ খসরু, আলীম ইন্ড্রাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী, ফুলকলি ফুড প্রডাক্ট লিমিটেডের সিলেটের ডিজিএম জসীম উদ্দিন সরকার, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক উত্তরপূর্বের ভারপ্রাপ্ত সম্পাদক ফখরুল ইসলাম, ইমজা সেক্রেটারী সাকিব আহমদ মিঠু, সাবেক সেক্রেটারী আনিস রহমান, সাংবাদিক মুহিবুর রহমান, দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, দৈনিক জালালাবাদের সাবেক বিজ্ঞাপন ব্যবস্থাপক নেছার আহমদ নেছার, কবি সাজন আহমদ সাজু প্রমুখ।