নাইওরপুলে ভারতীয় চিনিসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৫, ১০:০৬:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে ভারতীয় চিনিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর নাইওরপুল এলাকা থেকে আটক করা হয়। গ্রেফতারকৃত তানভীর আলী (২৩) শাহপরান থানার আটগাঁও গ্রামের আহাদ আলীর ছেলে।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, অভিযানের সময় একটি ডিআই পিকআপ থেকে ৪০ বস্তায় ২ হাজার কেজি ভারতীয় চিনিসহ তানভীরকে গ্রেফতার করা হয়। জব্দকৃত চিনির আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।