সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইটের উদ্বোধন আজ
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৫, ১০:৩৯:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট থেকে আজ শুরু হতে যাচ্ছে চলতি মওসুমের সরাসরি হজ ফ্লাইট। আজ বুধবার (১৪ মে) বিকাল সাড়ে ৫টায় ৪১৮ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের বিজি-২৩৭ ফ্লাইট মদিনার উদ্দেশে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।
১ম ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে বিকেল সাড়ে ৩ টায় বিমানবন্দরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুন নাসের খান। এছাড়া এই অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধীজন, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ও বিমাবন্দরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।
আল্লাহর ঘরের মেহমানদের সৌদী গমনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হাজীদের যাত্রা সহজ করতে বিস্তারিত পদক্ষেপ নেয়া হয়েছে।
বিমান বাংলাদেশ সূত্রে জানা গেছে, ১৪ মে’র সিলেট টু মদীনার উদ্বোধনী ফ্লাইটের পর বাকী চারটি হজ ফ্লাইটের শিডিউল হচ্ছে- ২৩ মে বিকেল ৫টা ২৫ মিনিটে, ২৫ মে বেলা ১টা ১৫ মিনিটে, ২৬ মে বিকেল ৪টা ৪৫ মিনিটে ও ২৯ মে বিকেল ৪টা ৪৫ মিনিট। এসব ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, হজযাত্রীদের মধ্যে সরকারি মাধ্যমে ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন্য এবার হজে যাবেন। হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজের আগে ১১৮টি এবং হজের পরে ১০৯টি ফ্লাইট পরিচালনা করবে। হাজীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আসবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট আসবে ১০ জুলাই।