জৈন্তাপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৫, ১০:০০:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলাবাজার এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টার দিকে বাংলাবাজার মেঘালয় হোটেলের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের বাড়ি ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, মেঘালয় হোটেলের পাশে এক মানসিক ভারসাম্যহীন (পাগল) পড়ে থাকতে দেখেন জৈন্তাপুর থানা পুলিশকে খবর দেয়া হয়। বিকেল ৩টার দিকে পুলিশ হোটেলের পাশ থেকে তার লাশ উদ্ধার করে। তিনি দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভূগছিলেন।
এর সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, বাংলাবাজার এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ শনাক্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল ও কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।