অজ্ঞাত লাশের পরিচয় খুঁজছে দক্ষিণ সুরমা থানা পুলিশ
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৫, ১০:০২:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমার ফিরোজপুর এলাকা থেকে উদ্ধারকৃত এক বৃদ্ধের লাশের পরিচয় জানতে চাইছে এসএমপির দক্ষিণ সুরমা থানা পুলিশ। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে বর্তমানে মৃতদেহটি হাসপাতালের হিমাগারে সংরক্ষিত রয়েছে।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, গত শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশে পিরোজপুরস্থ লিলি কমপ্লেক্সের সামনে একটি খালি জায়গা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। তার বয়স আনুমানিক ৬৫ বছর। মৃত ব্যক্তিকে বিগত কয়েকদিন ধরে ঐ এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াতে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
যদি কেউ উক্ত অজ্ঞাত লাশের পরিচয় জানতে পারেন তাহলে দক্ষিণ সুরমা থানার ওসি (মোবাইল: ০১৩২০-০৬৭৬৮৮) অথবা ডিউটি অফিসার (মোবাইল : ০১৩২০-০৬৭৬৯৩) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।