কানাইঘাট সীমান্তে এবার ২১ জনকে পুশ-ইন
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৫, ৮:৩১:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্ত দিয়ে এবার আরো ২১ জনকে পুশ-ইন করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহীনি বিএসএফ। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।শনিবার (২৪ মে) সকালে সিলেটের কানাইঘাট সীমান্তের সনাতনপুঞ্জি এলাকা দিয়ে তাদের পুশ-ইন করা হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। পরে সনাতনপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ১৯ বিজিবির আওতাধীন সকল সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার সকালে সনাতনপুঞ্জি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২১ জনকে আটক করে বিজিবি।
আটক ব্যক্তিদের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে বিজিবি। তারা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার চন্দ্রকোনা গ্রামের নুর মোহাম্মদ (৪০), তার স্ত্রী রেজিয়া বিবি (৩০), তাদের ছেলে রিয়াজুল (২১), রবিউল (১১), মেয়ে নুর বানু (৮), নুর মনি (৩), নুরী (০১), পুত্রবধু আলমিনা (২১), একই থানার ধর্মপুর গ্রামের শাহ জামাল (৫০), তার স্ত্রী হাছনা বানু (৪৩), তাদের ছেলে হামিদুল ইসলাম (৩২), হাফিজুল (১৯), হাসানুর (১৪), পুত্রবধূ মিতা (২৫), হামিদুলের মেয়ে হালিমা (৪), ছেলে মারুফ (২), নাটোর জেলার লালপুর গ্রামের আইয়ুব আলী (৪০), বিষু শেখ, রাজশাহী জেলার সদর থানার কাজিহাটা গ্রামের আলি রেহমান (২৮), নিজাম উদ্দিন (২২) ও চক রাজাপুর গ্রামের পলাশ সরকার।
উল্লেখ্য- এর আগে চলতি মাসের ১৪ মে একই উপজেলার আটগ্রাম সিমান্ত দিয়ে ১৬ জনকে পুশ-ইন করেছিল বিএসএফ।