নগরে বিপুল ভারতীয় ক্রীমসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৫, ৭:৪১:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে বিপুল পরিমাণ ভারতীয় ক্রীমসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় চোরাইপণ্য পরিবহনে ব্যবহৃত একটি নোহা গাড়ী জব্দ করা হয়। শনিবার রাতে নগরীর নাইওরপুল চেক পোস্টে চেক করার সময় গাড়ি নিয়ে পালিয়ে গেলে সোবহানীঘাট এলাকায় দাওয়া করে থেকে তাকে আটক করে পুলিশ।
আটককৃতের নাম হেলাল মিয়া (৪০)। সে শাহপরান থানাধিন দেওয়ানেরচক গ্রামের আলাউদ্দিনের পুত্র।
রোববার এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, আটককৃত হেলাল মিয়ার কাছ থেকে ৪টি বস্তায় ২১৬০টি ভারতীয় ক্রীম উদ্ধার করা হয় যার বাজারমূল্য ৫ লক্ষ চল্লিশ হাজার টাকা। আটকের তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।