জুড়ীতে মউশিক কল্যাণ পরিষদের কাউন্সিল
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৫, ৮:০৭:৩৭ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি :
ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালনায় দায়িত্বরত শিক্ষকদের সংগঠন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ’ জুড়ী উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে আদর্শ সমাজ গঠনে ইমাম ও মউশিক শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদরাসা হলরুমে কমিটির সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম এর সভাপতিত্বে ও ইফার শিক্ষক মাওলানা নজরুল ইসলাম খামিছ এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মউশিক কল্যাণ পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সদস্য মাওলানা লোকমান খান নবীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, আয়োজক সংগঠনের সহ-সভাপতি মাওলানা সাইদুল ইসলাম, ইফার শিক্ষক মাওলানা ইস্রাফিল, সহ-সাধারণ সম্পাদক হাফিজ নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুমিনুর রহমান, কোষাধ্যক্ষ হাফিজ হাফিজুর রহমান, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা সালাহ উদ্দিন।
উপস্থিত ছিলেন ইফার শিক্ষক মফিজ আলী, মিরাজ উদ্দিন, আব্দুল করিম, আয়াজুল ইসলাম, জাকারিয়া আহমদ, আব্দুল কাদির রুবেল, রিয়াজ উদ্দিন ময়না, আজিম উদ্দিন, আব্দুল জলিল প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা ফয়জুল ইসলামকে সভাপতি ও মাওলানা নজরুল ইসলাম খামিছকে সাধারণ সম্পাদক এবং মাওলানা শিহাব উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়।