ফেঞ্চুগঞ্জে কুশিয়ারায় অবৈধ বাল্কহেড, মোবাইল কোর্টের অভিযান
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৫, ১১:৩৭:৩৩ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে অবৈধ বাল্কহেড ( বালু পরিবহনের নৌযান) দিয়ে বালু আনলোড কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শফিকুল ইসলাম ফেঞ্চুগঞ্জ সড়ক সেতুর নীচে নদী তীরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ অবৈধ কার্যক্রম বন্ধ করেন। অভিযানকালে ২টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ ঘটনায় উপস্থিত দন্ডপ্রাপ্তরা হলেন, মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার জিয়া উদ্দিন ও ফরিদ মিয়া।
স্থানীয় একটি চক্রের মাধ্যমে দন্ডিতরা এই কাজ করছিল বলে তারা জানায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, একটি চক্র আইনের তোয়াক্কা না করে সেতুর পাশে বাল্কহেড লাগিয়ে বালু আনলোড করছিল। তাদেরকে নিষেধ করার পরও তারা বাল্কহেড পরিচালনা করায় আইনি অভিযানের মাধ্যমে তাদের কার্যক্রম বন্ধ ও জরিমানা করা হয়। তিনি বলেন, নদী ও পরিবেশ রক্ষায় ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। ফেঞ্চুগঞ্জে অবৈধ কোনো কার্যক্রম চলতে দেয়া হবে না বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন। স্থানীয় চক্রের ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে তিনি জানান।
উপজেলা প্রশাসন কর্তৃক কুশিয়ারা নদীতে এ অবৈধ কার্যক্রম বন্ধ করায় স্থানীয় এলাবাসী প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ।