শ্রীমঙ্গলে ‘নাগরিক উদ্যোগ’র পরিচিতি সভা
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৫, ৬:৩৪:৪৪ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং বৈষম্য লাঘবে কাজ শুরু করেছে বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগ।
সোমবার সকালে শ্রীমঙ্গল উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অডিটরিয়ামে এ প্রকল্প বাস্তবায়ন উপলক্ষে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।
বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন-এর উপদেষ্টা পরিমল সিং বাড়াইক-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী এবং নাগরিক উদ্যোগের ফিল্ড কো-অর্ডিনেটর জিয়ানা মাদ্রাজি।
আয়োজকরা জানান, প্রকল্পের মূল লক্ষ্য হলো দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার রক্ষা, জীবনমান উন্নয়ন এবং সমাজে তাদের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করা।
তারা আরো জানান, আগামী তিন বছর ধরে পিছিয়ে পড়া ও দলিত জনগোষ্ঠীর শিক্ষা, অধিকার এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে। প্রকল্পের আওতায় ৮টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে ঝরেপড়া শিশুদের পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইংরেজি ও গণিত বিষয়ে পাঠদান এবং শিক্ষা উপকরণ সরবরাহ, ৯০ জন সুবিধাবঞ্চিত ব্যক্তিকে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং অফেরতযোগ্য আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন উন্নয়নমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হবে।