পুলিশের সহায়তায় টাকা ফিরে পেলেন প্রবাসী
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৫, ৮:২৮:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পুলিশের সহায়তায় ২ লাখ টাকা ফিরে পেয়েছেন বিশ্বজিৎ নামের এক সৌদিআরব প্রবাসী। গতকাল মঙ্গলবার (২৪ জুন) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাসিন্দা বিশ্বজিৎ তার স্ত্রীর জন্য সিলেট নগরীর জিন্দাবাজারস্থ দি নিউ হেভেন জুয়েলার্স থেকে জুয়েলারি ক্রয়ের উদ্দেশ্যে ৩ লাখ টাকা প্রদান করেন। তবে প্রতিষ্ঠানটির জুয়েলারি বিশ্বজিৎ বাবুর মনমতো না হওয়ায় তিনি জুয়েলারি গ্রহণ না করে অর্থ ফেরত চান। কিন্তু জুয়েলার্সের মালিক প্রদীপ বাবু টাকা ফেরতের বিষয়ে সময়ক্ষেপণ করতে থাকেন। এ অবস্থায় প্রবাসী বিশ্বজিৎ পুলিশের সহায়তা চাইলে এসএমপি কমিশনারের নির্দেশনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মোঃ মিজানুর রহমান বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির মালিক প্রদীপ বাবুর সঙ্গে আলোচনায় বসেন। আলোচনার প্রেক্ষিতে প্রদীপ বাবু দ্রুত টাকা পরিশোধ করবেন মর্মে আশ্বস্ত করেন। এরই ধারাবাহিকতায় ২৩ জুন ২ লাখ টাকা পরিশোধ করেন এবং অবশিষ্ট ১ লাখ টাকা আগামী ১০ জুলাই পরিশোধ করবেন বলে আশ্বস্ত করেন।