কুলাউড়ায় ঘাগটিয়া টাইটান্সের জার্সি উন্মোচন
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৫, ৭:২২:২৬ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়ায় ক্রিকেট টিম ‘ঘাগটিয়া টাইটান্স’-এর জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) রাতে শহরের শামীম ট্রাভেলস কার্যালয়ে এই জার্সি উন্মোচন করেন কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি ও ঘাগটিয়া নিবাসী এম শাকিল রশীদ চৌধুরী।
এ সময় তিনি বলেন, ঘাগটিয়া টাইটান্স টিম গঠনের পর থেকে স্থানীয় খেলোয়াড়রা বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে সাফল্য অর্জন করে আসছে। অনেক খেলোয়াড় বর্তমানে প্রবাসে থাকলেও যারা দেশে রয়েছেন, তারা নিষ্ঠা ও পরিশ্রম দিয়ে টিমের ঐতিহ্য ধরে রেখেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী ৩ জুলাই শুরু হতে যাওয়া সামার বার্লি (সিজন ১১) টুর্নামেন্টে ঘাগটিয়া টাইটান্স অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।
তিনি ঘাগটিয়া টাইটান্স টিমকে জার্সি, টাউজার ও কেপ উপহার দিয়ে উৎসাহিত করায় লন্ডনের প্রবাসী ‘দ্যা রাইডি ফ্যামিলি’-কে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শামীম ট্রাভেলসের সত্ত্বাধিকারী জুবের আহমেদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে টিম ম্যানেজার লন্ডনপ্রবাসী মোস্তাক রশিদ (উজ্জ্বল)-এর নেতৃত্বাধীন দলের উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন কাতার প্রবাসী জাকির আহমেদ ও নাজিম উদ্দিন, তামিম জামান, টিম ক্যাপ্টেন মাহবুব আলম (রাসেল), ভাইস ক্যাপ্টেন নোমান আহমেদ প্রমুখ।