নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে দু’জনের দণ্ড
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৫, ৮:১০:৫৫ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি :
অবৈধভাবে রাতের আধারে সুনামগঞ্জের তাহিরপুরের শান্তিপুর নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুইজনের প্রত্যেকের তিন মাসের করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম। একইসঙ্গে নৌকাভর্তি বালুও জব্দ করা হয়েছে।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন, তাহিরপুর সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা নাছির মিয়া (২৬) ও রুবেল মিয়া (২৩)।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, শান্তিপুর নদীর পাড়ের বাসিন্দাগণ নৌকাসহ দু’জনকে আটক করে আমাকে জানায়। পরে প্রত্যেকের ৩ মাস করে কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে ভ্রাম্যমাণ আদালত। আর বালু ভর্তি নৌকা জব্দ করা রাখা হয়েছে। বালু উত্তোলন ও বিক্রি বন্ধে আমাদের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।