শাব্বির চৌধুরী সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য মনোনীত
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৫, ৮:৩৯:২৬ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, কেবিএম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) সাবেক জিএস শাব্বির আহমদ চৌধুরী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন। সরকার মনোনীত প্রতিনিধি ক্যাটাগরিতে তিনি আগামী ২ বছরের জন্য এ পদে মনোনীত হয়েছেন। গত মঙ্গলবার সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য শাব্বির আহমদ চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অপরদিকে শাব্বির আহমদ চৌধুরী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ওবিই কারিকুলামে আগামী এক বছরের জন্য শিল্প ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন। তিনি এই বিভাগের সাবেক শিক্ষার্থী। দায়িত্ব পালনে শাব্বির আহমদ চৌধুরী সকলের দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি