বড়লেখায় প্রতারক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২৫, ৭:১৫:২২ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
জামিনে মুক্তির প্রলোভন দেখিয়ে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ফারুক আহমদ (৪৯) নামে এক প্রতারককে বড়লেখা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মঙ্গলবার রাতে উপজেলার মুড়াউল এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে।
কুলাউড়ার নজরুল ইসলাম নামের ভুক্তভোগী অভিযোগ করেন, প্রতারক চক্র তার ভাইকে জেল থেকে জামিনে বের করে দেওয়ার কথা বলে টাকা নিলেও তা আর ফেরত দেয়নি।
বাদি জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলেও ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে থানায় অভিযোগ দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা বলেন, টাকার বিনিময়ে জামিন করিয়ে দেওয়ার নামে প্রতারণা গুরুতর অপরাধ। এই ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।’