৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হলো রবি
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ৯:১১:৪২ অপরাহ্ন
স্পোটর্স ডেস্ক: দেশের মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবি’ আগামী সাড়ে তিন বছরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হলো। শুক্রবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি ও রবি আজিয়াটা লিমিটেডের মধ্যে চুক্তি এ সংক্রান্ত চুক্তি সই হয়। রবির পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি এবং বিসিবির পক্ষে সংস্থাটির সিইও নিজামউদ্দিন চৌধুরী চুক্তিতে সই করেন। এরআগেও রবি জাতীয় ক্রিকেট দলের স্পন্সর ছিল।
সর্বশেষ ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের সঙ্গে দুই বছরের চুক্তি ছিল বিসিবির। ২০২১ সালের ৭ এপ্রিল থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত জাতীয় দলের পৃষ্ঠপোষক ছিল দারাজ। বিশ্বকাপের পর তাদের সঙ্গে চুক্তি শেষ হয়।